ইতালির চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ইরানের ‘স্কাই সান’
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১

ইতালির ট্রেস সিনেমাটোগ্রাফি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার জিতেছে ইরানি অ্যানিমেশন ‘স্কাই সান, টাইল সান’। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটি পরিাচলনা করেছেন ইরানি চলচ্চিত্রকার জিবা আরজাঙ্গ।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটি ১৩ থেকে ১৮ জুলাই রোমের ফোর্ট সাঙ্গাল্লো নেট্টুনোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উৎসব শুরুর কয়েকদিন আগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ছয় মিনিটের অ্যানিমেশন ‘স্কাই সান, টাইল সান’ একটি গ্রাম নিয়ে তৈরি করা হয়েছে। গ্রামটির বাসিন্দারা খুব সুখে-স্বাচ্ছন্দে বসবাস করতে থাকে। কিন্তু হঠাৎ একদিন গোলাবর্ষণের কারণে সূর্য ভেঙে পড়লে সেই সুখে ভাটা পড়ে। সবদিক অন্ধকার হয়ে ওঠে। তখন গ্রামের বাসিন্দারা তাদের আকাশে নতুন সূর্য নির্মাণের জন্য একে অপরকে সাহায্য করে। সূত্র: তেহরান টাইমস।