রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালির মেডফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হলো ইরানি চলচ্চিত্র ‘ইনভারসন’

পোস্ট হয়েছে: নভেম্বর ১৩, ২০১৬ 

news-image
ইতালির মেডফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হলো ইরানি চলচ্চিত্র ইনভারসন। এ চলচ্চিত্রটির স্ক্রিপ্ট লিখেছেন বেহনাম বেহজাদি।গত ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ই নভেম্বর পর্যন্ত চলে এ ফেস্টিভাল।
ভূমধ্যসাগর ও ইউরোপের বিভিন্ন স্থানে ইনভারসন’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ইনভারসন’ বেহজাদির চতুর্থ চলচ্চিত্র। এর আগে এটি কান চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছিল।
 
ইতালির মেডফিল্ম ফেস্টিভাল ১৯৯৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এ চলচ্চিত্র উৎসবের প্রধান লক্ষ্য হচ্ছে মানবাধিকার ও বুদ্বিবৃত্তিক সংলাপের মধ্যে দিয়ে মানবতার উৎকর্ষ সাধন। এছাড়া বৈষম্যসামাজিক সাংস্কৃতিক ইস্যুগুলো যা দেশ থেকে দেশে মানুষের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় তা চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা। সূত্র: মেহের নিউজ