ইতালির চলচ্চিত্র উৎসব এফেবো ডি’ওরোতে যাচ্ছে ‘হট সেন্ট’
পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০২১

ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এফেবো ডি’ওরো অ্যাওয়ার্ডের ৪৩ তম আসরে অংশ নিচ্ছে ইরানি চলচ্চিত্র ‘হট সেন্ট’। আলী ইব্রাহিমী পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আমির শাহাব রাজাভিয়ান। এ নিয়ে এ চলচ্চিত্রটি তৃতীয়বারের মত আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। জেনারেশন গ্যাপের ওপর নির্ভর করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ২০ বছরের মারিয়াম নিজেকে তার কড়া অভিভাবকের সঙ্গে কিছুতেই খাপ খওয়াতে পারেন না। লন্ডন ও ভারতের ব্যাঙ্গালুরেতে ‘হট সেন্ট’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইরানি অভিনেতা বাহারেহ কিয়ান আফসার, খাতেরেহ আসাদি ও শাহরাম হাগিগাত দোস্ত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। আগামী ১৪ থেকে ২০ নভেম্বর ইতালিতে এ উৎসব অনুষ্ঠিত হবে। মেহর