ইতালির চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির এ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২১
ইতালির ১৮তম ফ্রান্সসেসকো পাজিনিটি ফিল্ম ফেস্টিভালে বেস্ট সিনেমাটোগ্রাফি এ্যাওয়ার্ড জিতেছে ইরানি চলচ্চিত্র ‘এক্সট্রা সস’। ইরান ও জার্মানির যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলিরেজা ঘাসেমি। অভিনেতা হ্যান্সের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আত্মহত্যা করতে চান হ্যান্স। তা করতে গিয়ে মজার সব কথাবার্তা হয় মৃত্যুদূতের সঙ্গে। এর আগে ক্যানবেরা শর্ট ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটি ‘বেস্ট শর্ট কমেডি’ এ্যাওয়ার্ড জিতে নেয়। যুক্তরাষ্ট্রে সারাসোটা ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। জার্মানির আরেক চলচ্চিত্র উৎসবেও দর্শকরা উপভোগ করেছেন ‘এক্সট্রা সস’। মেহর