ইতালির কার্টুন ক্লাব ফেস্টে ইরানের দুই অ্যানিমেশন
পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3815784.jpg)
ইতালির আন্তর্জাতিক কার্টুন ক্লাব উৎসবে অংশ নিচ্ছে ইরানি দুই শর্ট অ্যানিমেশন। নির্মাতা সারা নামজুর ‘স্টার্স ইন দ্যা রেইন’ ও ইমাম লতিফিয়ানের ‘জাকি’ আন্তর্জাতিক এই উৎসবের এবারের ৩৭তম আসরে অংশ নেবে। ইতালির রিমিনিতে ২৫ থেকে ২৫ জুলাই উৎসব অনুষ্ঠিত হবে।
‘স্টার্স ইন দ্যা রেইন’ ও ‘জাকি’ ইতালির অন্যতম পরিচিত উৎসব কার্টুন ক্লাব উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে দেখানো হবে। অ্যানিমেশন কাজ করে, বিশেষত শর্ট ফিল্মস – কথাসাহিত্য, শিক্ষামূলক, পরীক্ষামূলক, কম্পিউটার গ্রাফিক ছবি দেখানো হবে এই উৎসবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।