বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালির কাছ থেকে টেলিকম স্যাটেলাইট ফেরত চায় ইরান

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৬ 

news-image

ইরান ও ইতালির যৌথ উদ্যোগে ১৯৯৮ সালে টেলিকম স্যাটেলাইট নির্মাণের কাজ শুরু করেছিল। এ স্যাটেলাইটটি উৎক্ষেপনের কথা ছিল ২০০৫ সালে। কিন্তু তার আগেই এ উদ্যোগ বাধাপ্রাপ্ত হয় ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের ফলে। অর্থনৈতিক অবরোধ যেহেতু এখন উঠিয়ে নেয়া হয়েছে তাই ইরান ওই স্যাটেলাইট ফেরত চাচ্ছে। ইরানের গবেষকরা ফের স্যাটেলাইটটি নিয়ে কাজ করার জন্যে উদ্যোগ নিচ্ছেন। এর আগে ইতালি স্যাটেলাইটটি ইরানের কাছে ফেরত দিতে অস্বীকার করেছিল।

ইরানের এই মেসবাহ স্যাটেলাইটটি ইতালির সঙ্গে যৌথ উদ্যোগে নির্মাণ শুরু হবার পর রাশিয়া ও ইতালি এ কাছে সহায়তা করতে অস্বীকার করে। ইতালির কার্লো গাভাজ্জি স্পেস এটি নির্মাণ কাজে সহায়তা করছিল। এখন ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর দেশটি ইতালির কাছে মেসবাহ স্যাটেলাইটটি ফেরত চাচ্ছে। এছাড়া এশিয়া প্যাসেফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশনের সাতটি সদস্য দেশের সঙ্গে ইরান এধরনের স্যাটেলাইট নির্মাণে সহযোগিতায় রাজি হয়েছে। ওই সাতটি দেশ হচ্ছে চীন, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মঙ্গোলিয়া ও পেরু। এসব দেশের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন