ইতালির উৎসবে দেখানো হবে ‘ডির’
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২২
হাদি বাবাইফার রচিত এবং পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘ডির’ ইতালিতে ২০২২ লেসিনিয়া ফিল্ম ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
ইরানি স্বল্পদৈর্ঘ্যটি এর আগে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। ‘ডির’ এর অভিনেতাদের মধ্যে রয়েছেন এহসান বখশিজাদেহ এবং খোদাদাদ বখশিজাদেহ। এবারের লেসিনিয়া উৎসব ১৯ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ।