শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালির উৎসবে ইরানি চলচ্চিত্রের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২৩ 

news-image
ইতালির এগ্রিজেন্তোতে ৪৩তম পালাদিনো ডি’ওরো স্পোর্ট ফিল্ম ফেস্টিভালে দুটি ইরানি চলচ্চিত্র পুরস্কার জিতেছে। মঙ্গলবার আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন। বেহজাদ রেজাইয়ের ডকুমেন্টারি ‘দ্য ব্রেথ’ সেরা আদার সিনেমা অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়া ইরানমারহর সালিমির ছোট তথ্যচিত্র ‘আননেমড’ উৎসবের স্কুল অ্যাওয়ার্ড জিতেছে।
‘দ্য ব্রেথ’ করোনা মহামারি যুগে মানুষের মধ্যে একাকীত্ব ও যোগাযোগের অভাব এবং বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের ব্যক্তিগত জীবন, একাকীত্ব এবং সৃজনশীলতার উপর এসবের প্রভাব নিয়ে নির্মাণ করা হয়েছে।
এদিকে, আদেল তাবরিজির ইরানি চলচ্চিত্র ‘পাঞ্চ ড্রঙ্ক’ও সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য সহ তিনটি বিভাগে মনোনীত হয়। কিন্তু জয়ী হতে ব্যর্থ হয়। সূত্র: তেহরান টাইমস