মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালিতে উল্লেখযোগ্য হারে বাড়ছে মুসলমানদের সংখ্যা

পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০১৬ 

news-image
গত ৫০ বছরে ইতালির মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইতালিতে ১৯৭০ সালে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র  ২ হাজার। ২০১৫ সালের জরিপ অনুযায়ী এই সংখ্যা বৃদ্ধি পেয়ে  ২০ লাখে দাড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে অভিবাসীদের অব্যাহত আগমনের ফলে এই দেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকবে।
বর্তমানে ইতালিতে ক্যাথলিক খ্রিস্টানদের পর মুসলমানরাই এখন সংখ্যাগরিষ্ঠ।
ইতালিয় কর্তৃপক্ষ মুসলিমদের সুবিধা এবং তাদের মধ্যে সম্পর্কের বন্ধন জোরদার করার জন্য দেশটিতে ইসলামিক কাউন্সিল গঠন করেছে। যদিও এখন পর্যন্ত দেশটিতে মাত্র চারটি মসজিদ নিবন্ধিত হয়েছে এবং রোমের গ্রান্ড মসজিদ ইউরোপের সর্ববৃহৎ মসজিদ হওয়ার পরও তা আনুষ্ঠানিকভাবে ইতালিয় সরকারের স্বীকৃতি পf নি। সূত্র: ইকনা