শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালিতে ইরানের ট্রাভেল গাইড

পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০১৬ 

news-image

ইরানে পর্যটন নিয়ে ইতালিতে প্রকাশ করা হয়েছে ট্রাভেল গাইড। ইতালি ভাষায় দেশটির পর্যটকদের ইরান ভ্রমণে আকর্ষণ করার জন্যে এধরনের ট্রাভেল গাইড বের করা হয়েছে। কিছু দিন আগে ইতালি থেকে এক বাণিজ্য প্রতিনিধি দল ইরান ভ্রমণ করে। ইরানের মাজানদারান প্রদেশে ওই প্রতিনিধি দল ভ্রমণ করার পর গত জুলাইতে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা 4bk71b00b3fa1aa444_800C450

এবার ইতালি ভাষায় ইরানে ভ্রমণ গাইড দেশটিতে ইতালির নাগরিকদের ভ্রমণে আরো বেশি সাহায্য করবে এবং এর ফলে দুটি দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা আরো বাড়বে। গাইডটির শিরোনাম করা হয়েছে ‘ওয়েলকাম টু ইরান’। ২৬০ পাতার এ ট্রাভেল গাইডটিতে ইরানের সংস্কৃতি, ঐতিহ্য ও মনোমুগ্ধকর ভ্রমণের বিভিন্ন স্পট সহ সচিত্র বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ইরানের আইন কানুন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেয়া হয়েছে।

4bk56ff11d8b2d7ikm_800C450

ট্রাভেল গাইডটিতে ৫৬০টি ছবি স্থান পেয়েছে।এছাড়া ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  ভ্রমণকারীরা কিভাবে সহজে ও নির্বিঘ্নে যাতায়াত করবেন তা বোঝার জন্যে ৩০টি মানচিত্র সন্নিবেশ করা হয়েছে। ইতালিতে ইরানের ওপর এ ভ্রমণগাইডটি বিক্রি হচ্ছে সাড়ে ২৯ ইউরো মূল্যে।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন

eram-garden-shiraz-iran-travel-traveling-center

Saadi_Tomb10