সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালিতে ইরানি শর্ট সিনেমার বড় জয়

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২৩ 

news-image

ইতালির পাডোভায় অনুষ্ঠিত ফেস্টিভাল কোর্টি এ পন্তে সেরা ফিকশন শর্ট সহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে ইরানি পরিচালকদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।উৎসবে আলী গীতিনাভার্দের ‘প্লে’ সেরা ফিকশন শর্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এই ছবিতে, জানান একটি ৬ বছর বয়সী মেয়ে। তার মায়ের সাথে শেক্সপিয়রের হ্যামলেটের অংশগুলি পরিবেশন করা হয়।
 
সেনজা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ‘অ্যাডাপ্ট’কে। কমল কাচুয়ান পরিচালিত চলচ্চিত্রটি দম্পতিদের জীবনের একটি দৃশ্যপট তুলে ধরে। যারা প্রেমের পরিবর্তে নৃশংস আচরণ করে এবং সঙ্গীকে কষ্ট দিয়ে কেবল যৌনতৃপ্তির জন্য সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় তাদের সম্পর্কে ছবিটি নির্মাণ করা হয়েছে।

উৎসবের ১৬তম পর্ব ৮ থেকে ২০ মে পর্যন্ত পাডোভায় অনুষ্ঠিত হয়। ফিকশন শর্ট ফিল্ম প্রতিযোগিতায় মাসুম আজরানির “দ্য লাস্ট ব্রেক” বিশেষ মেনশন লাভ করেছে। সূত্র: তেহরান টাইমস।