শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালিতে ইরানি লেখকের নাটক প্রকাশ

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০১৭ 

news-image

ইরানের লেখক আলি শামস এরর দুটি নাটক ‘এ ক্যাট ইন্ ইটস ব্লাড’ ও ‘দি হিউম্যান ফার্ম’ ইতালিতে একটি বইতে প্রকাশ হয়েছে। ইতালি ভাষায় এ বইটি অনুবাদ করেছেন পারশিয়া নাজারি। দেশটির প্রকাশনা প্রতিষ্ঠান ফিউওরিলিনিয়া এ বইটি প্রকাশ করে।

বইটিতে ভূমিকা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক এব্রাহিম গোলেস্তান। এর আগে তেহরানে ‘দি হিউম্যান ফার্ম’ মঞ্চ নাটক হিসেবে প্রদর্শিত হয়। সূত্র: তেহরান টাইমস।