ইউরোপে ফের ইরানের মৎস্য পণ্য রপ্তানি শুরু
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/3473137.jpg)
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোতে পুনরায় মৎস্য পণ্য রপ্তানি শুরু করেছে ইরান। দেশটির ভেটেরিনারি সংস্থা এই ঘোষণা দিয়েছে বলে খবর জানিয়েছে আইআরএনএ।
ইরানের কৃষি মন্ত্রণালয় জানায়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে মৎস্য পণ্য রপ্তানিতে অনেক সমস্য তৈরি হয়েছে। তা সত্বেও ভেটেরিনারি সংস্থার প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে পুনরায় কৃষি ও মৎস্য পণ্য রপ্তানির লাইসেন্স পেতে সফল হয়েছে ইরান।
ইরান মৎস্য সংস্থার (আইএফও) প্রধান জানিয়েছেন, গত ফারসি বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানে মৎস্য পণ্য উৎপাদন হয়েছে ১ দশমিক ২৮ মিলিয়ন টন। সূত্র: তেহরান টাইমস।