শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরোপে দিনে ৭ লাখ ব্যারেল তেল রফতানি করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০১৬ 

news-image

ইইউ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড এনার্জি কমিশনের সঙ্গে আলোচনার পর ইরান প্রতিদিন ইউরোপে ৭ লাখ ব্যারেল তেল রফতানির চুক্তি করেছে। ইরানের তেল মন্ত্রী বিজান নামদর জাঙ্গানেহ গত ১৬ এপ্রিল শনিবার এ কথা জানান। তিনি বলেন, এ চুক্তি করলেও ইরান ইউরোপের দেশগুলোতে আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে এ পরিমাণ তেল রফতানি করবে।

ইইউ ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি তেল চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। ইরানের তেল মন্ত্রী আরো বলেন, আস্থার সঙ্গেই ইইউ ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাচ্ছে। ২০১২ সালে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের আগ পর্যন্ত ইউরোপে দেশটি প্রতিদিন ৪ লাখ ব্যারেল তেল রফতানি করত। স্পেনের রিফাইনারি প্রতিষ্ঠান চেপসা একাই ইরানের কাছ থেকে প্রতিদিন ৬০ হাজার ব্যারেল তেল আমদানি করত। এছাড়া রেপসল এসএ, এনি এসপিএ ও হেলেনিক পেট্রোলিয়াম ইরান থেকে তেল আমদানি করত।

সূত্র: তেহরান টাইমস