ইউরোপে ছয় গুণ তেল রফতানি বেড়েছে ইরানের
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ইরানের অপরিশোধিত তেল রফতানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছরের প্রথম চার মাসে ইউরোপে দেশটি তেল রফতানি করেছে ৯ দশমিক ৩১ মিলিয়ন টন। গত বছরের তুলনায় রফতানি বেড়েছে ছয় গুণের বেশি।
ইউরোপীয়ান কমিশনের অফিসিয়াল নিউজ পোর্টাল ইউরোস্টেটে বলা হয়, ইরানে থেকে ইউরোপে প্রতিদিন ৫ লাখ ৬০ হাজার ব্যারেল তেল রফতানি হয়।
২৮ দেশের জোট ২০১৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ইরান থেকে ১ দশমিক ৩৭ মিলিয়ন তেল আমদানি করেছে। এ বছর ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করে নেয়া হলে অপরিশোধিত তেল রফতানি বৃদ্ধি পায় কয়েক গুণ।
ইতালি ওই চার মাসে ইরান থেকে ২ দশমিক ৮ মিলিয়ন টন তেল আমদানি করেছে। অর্থাৎ মোট আমদানির ৩০ ভাগই করেছে দেশটি। এরপরেই ফ্রান্স ও স্পেন ইরানি তেলের বড় ক্রেতা রাষ্ট্র। এ সময়ে দেশ দু’টি যথাক্রমে ২ দশমিক ২ মিলিয়ন ও ১ দশমিক ১ মিলিয়ন টন তেল আমদানি করেছে।
ইরানে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এনআইওসির একজন কর্মকর্তা বলেন, ইউরোপে প্রতিদিন ৭ লাখ থেকে ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতে গত মাসে চুক্তি সই করেছে ইরান।
ফিনান্সিয়াল ট্রিবিউন।