ইউরোপে ইরানের ১৪ মিলিয়ন ব্যারেল তেল রফতানি
পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০১৬

গত মধ্য জানুয়ারি থেকে এ পর্যন্ত ইরান ইউরোপে ১৪ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে। ফ্রান্সের শীর্ষ তেলগ্যাস কোম্পানি টোটাল, স্পেনের চেপসা ও রাশিয়ার লিটাসকো ইরানের কাছ থেকে এ তেল আমদানি করেছে। টোটালের কাছে ইরান তেল রফতানি করেছে এসময়ে ১১ মিলিয়ন ব্যারেল, চেপসা ২ ও লিটাসকো ১ মিলিয়ন ব্যারেল তেল কিনেছে।
গত জানুয়ারির মাঝামাঝি সময়ে ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। অবরোধ থাকায় দীর্ঘদিন ধরে ইরান ইউরোপসহ বিভিন্ন দেশে তেল রফতানি করতে পারেনি। তবে অবরোধ থাকার পরও ভারত, চীন ও অন্য কয়েকটি দেশ ইরান থেকে তেল আমদানি করলেও তা ছিল পরিমাণে কম। তবে অবরোধ প্রত্যাহার করে নেয়ার পর ইরান তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেয়। দিনে ৫ লাখ ব্যারেল থেকে আগামী কয়েক মাসে ইরান এ তেল উৎপাদন ১০ লাখ ব্যারেলে উন্নীত করতে চাচ্ছে। অথচ তেল রফতানি না করতে পারায় অতীতে ইরানের তেল উৎপাদন দিনে কয়েক হাজার ব্যারেলে নেমে গিয়েছিল।
গত সপ্তাহে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ঘোষণা দেন তার দেশ ইতিমধ্যে দিনে ২২ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। সূত্র: ইরান ডেইলি