মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরোপে ইরানের রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ

পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২২ 

news-image
২০২২ সালের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলিতে ইরানের রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ। ২০২১ সালের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে।
ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইরান এই বছরের প্রথম আট মাসে ইউরোপে ৭২৭ মিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের মধ্যে এই সংখ্যাটি ছিল ৫৫৫ মিলিয়ন ইউরো। এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।ইরানে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানিও ২ দশমিক ০৯৪ বিলিয়ন ইউরো থেকে ২৮ শতাংশ বেড়ে ২ দশমিক ৬৭৬ বিলিয়ন ইউরো হয়েছে। ইউরোস্ট্যাট অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্টে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৩ দশমিক ৪০৩ বিলিয়ন ইউরোর বাণিজ্য হয়েছে। যেখানে ২০২১ সালের একই সময়ের মধ্যে এই সংখ্যাটি ছিল ২ দশমিক ৬৪৯ বিলিয়ন ইউরো।ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মধ্যে, জার্মানি উল্লিখিত আট মাসে ইরানের শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল। ইউরোপে ইরানের মোট বাণিজ্যের ৬৪ শতাংশ হয়েছে দেশটির সাথে।