মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরোপে ইরানের বাণিজ্য বৃদ্ধি ৫শ’ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০১৭ 

news-image

ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় ইরানের রফতানি বৃদ্ধি পেয়েছে ৫শ’ শতাংশ। চলতি বছরের প্রথম ৪ মাসে এ রফতানির পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো। এর আগের বছরের একই সময়ের তুলনায় যা ৫শ’ শতাংশ বেশি।

ইউরোপিয়ান কমিউনিটিস ইউরোস্যাটএর এক পরিসংখ্যান বলছে, একই সময়ে ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পেয়েছে ১২৬ শতাংশ।অর্থাৎ আর্থিক পরিমাণের দিক থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৫ বিলিয়ন ইউরোতে।

একই সময়ে ইউরোপের রফতানি বৃদ্ধি পেয়েছে ৪৪ শতাংশ। আর্থিক মূল্যে যার পরিমাণ হচ্ছে ৩ দশমিক ১৫ বিলিয়ন ইউরো। আগের বছর অর্থাৎ ২০১৬ সালে একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৭ বিলিয়ন ইউরো। ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর দেশটি থেকে তেল ক্রয় ও বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় ইইউ ও ইরানের মধ্যে রফতানি ও বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। -খবর অনলাইন ডট আইআর।