মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরোপে ইরানের তেল বহির্ভূত রপ্তানি বেড়েছে ১১ শতাংশ

পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৮ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে ইউরোপের দেশগুলোতে ইরানের তেল বহির্ভূত রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। ফারসি বছরের প্রথম চার মাস তথা ২১ মার্চ থেকে ২২ জুন আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির রপ্তানি বেড়েছে ১১ শতাংশ।

ইরানি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের চার মাসে ওজনের দিক দিয়ে ইউরোপে ইরানের তেল বহির্ভূত রপ্তানি বেড়েছে ৯১ শতাংশ। যা মূল্যের দিক দিয়ে বেড়েছে ১১ শতাংশ।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) তথ্যমতে, উল্লিখিত সময়ে বিভিন্ন দেশে ইরানের তেল বহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১৫ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক্ষেত্রে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৬৯ শতাংশ।

আইআরসিএ এর হিসেব মতে, ইরানের প্রধান প্রাধন তেল বহির্ভূত রপ্তানি পণ্যসামগ্রীর মধ্যে ছিল গ্যাস কনডেনসেট ১ দশমিক ৮৬৪ বিলিয়ন ডলারের, তরলীকৃত প্রোপেন ৬৯১ মিলিয়ন ডলারের, স্বল্প ঘনত্বের তেল ৫৫৫ মিলিয়ন ডলারের, পলিইথিলিন ফিল্ম গ্রেড ৪১১ মিলিয়ন ডলারের এবং মিথানল ছিল ৪৭০ মিলিয়ন ডলারের। সূত্র: মেহর নিউজ এজেন্সি।