ইউরোপে ইরানের গ্যাস অয়েল রপ্তানি শুরু
পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০১৬
ইরান ইউরোপে গ্যাস অয়েল রপ্তানি শুরু করেছে। দিনে ২৫ মিলিয়ন গ্যাস অয়েল ইউরোপে রপ্তানি করবে ইরান। একই সঙ্গে পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করবে দেশটি ইউরোপে।
ইরানের তেল রপ্তানি প্রতিষ্ঠানের এমডি আব্বাস কাজেমি বলেছেন, তার দেশ এই প্রথমবারের মত পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করছে। তিনি আরো জানান, মাহশাহরে তেল বন্দর থেকে গ্যাস অয়েল রপ্তানির জন্যে আরো দুটি অয়েল বার্থ স্থাপন করা হচ্ছে যা শীঘ্রই চালু হবে।
আব্বাস কাজেমি বলেন, তার দেশ চলতি ফারসি বছরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে ইরান প্রতিদিন ২৫ মিলিয়ন গ্যাস অয়েল ছাড়াও ১৫শ’ টন গ্যাস কনডেনসেট রপ্তানি করছে। প্রতিদিন ইরান বর্তমানে ৬ হাজার টন গ্যাস কনডেনসেট উৎপাদন করছে। সূত্র: মেহের নিউজ