শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরেনিয়াম সিলিসাইড জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ইরানের

পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০২১ 

news-image

তেহরান গবেষণা চুল্লিতে প্রথমবারের মতো ইউরেনিয়াম সিলিসাইড জ্বালানি উৎপাদনের পরিকল্পনা করছে ইরানের আণবিক জ্বালানি সংস্থা। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) এই ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক এই সংস্থাটিতে ইরানের দূত ও স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এই তথ্য জানান।

তিনি জানান, ৯ দিন আগে ইরানের আণবিক জ্বালানি সংস্থা আইএইএকে তেহরান গবেষণা চুল্লিতে ইউরেনিয়াম সিলিসাইড জ্বালানি উৎপাদনের পরিকল্পনার কথা অবহিত করেছে।

গারিবাবাদি বলেন, পরমাণু জ্বালানি প্রযুক্তির আধুনিক ধরন হচ্ছে ইউরেনিয়াম সিলিসাইড জ্বালানি, যা কেবল হাতে গোনা কিছু দেশে প্রাপ্তিসাধ্য। সূত্র: মেহর নিউজ এজেন্সি।