সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউনেস্কো শিল্প প্রতিযোগিতায় প্রথম ইরানি মেয়ে পারমিদা

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২২ 

news-image

ফ্রান্সের ট্রয়েসে আন্তর্জাতিক ভিজ্যুয়াল আর্ট প্রতিযোগিতা ২০২০-এ প্রথম পুরস্কার জিতেছে ১১ বছর বয়সী ইরানি মেয়ে পারমিদা আজাদিয়ান। ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (আইআইডিসিওয়াইএ – কানুন) এর সদস্য পারমিদা ১০ থেকে ১৩ বছর বয়সী শিশুদের বিভাগ থেকে এই পুরস্কার পেয়েছে। ইনস্টিটিউট রবিবার এক ঘোষণায় এই তথ্য জানায়।এছাড়া ভিজ্যুয়াল আর্ট প্রতিযোগিতায় ইরানি মেয়ে ফারানাক পুরালি, আভা কাওসারি, মোহাম্মদরেজা রেজাই, মিলাদ সাদেকি, মোহাম্মদ-হাসান হাশেমিনজাদ, কিয়ান্দোখত আজিজি, রোজান মারজানি, পার্নিয়া আজামি, বারান কাদেরি-রাদ, সারিনা রাবি হামেদানি, জাহরা জাভেরি এবং চিদা কোরবানি সম্মানজনক ডিপ্লোমা লাভ করে। তারা সবাই ইরান জুড়ে থাকা কানুন এর বিভিন্ন শাখার সদস্য।আন্তর্জাতিক ভিজ্যুয়াল আর্টস প্রতিযোগিতা ৩ থেকে ২৫ বছর বয়সী সবার জন্য উন্মুক্ত। ৩ থেকে ৫ বছর বয়সী বিভাগে প্রথম পুরষ্কার দেওয়া হয় চীনের চেউক নাম লিকে এবং ৬ থেকে ৯ বছয় বয়সী বিভাগে কানাডার এলিন হান প্রথম স্থান অর্জন করে। সূত্র: তেহরান টাইমস।