সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউনেস্কো পুরস্কার জিতেছে ইরানের সাদুঘি হাউস, জার্চ কানাত

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০২২ 

news-image

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর পুরস্কার জিতেছে ইরানের ইয়াজদের সাদুঘি হাউজ এবং জার্চ কানাত।থাইল্যান্ডে একটি অনুষ্ঠানে ইয়াজদের সাদুঘি হাউজকে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ শিরোনামে এই পুরস্কার হস্তান্তর করা হয়।কাজার যুগের এই বাড়িটির মেরামত ও পুনরুদ্ধারের পর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ পুরস্কার লাভ করে।সাদুঘি ঐতিহাসিক বাড়ি টি ৩০০ বছরেরও বেশি পুরানো। কিছুদিন আগে এটি মেরামত করা হয়। এখন বাড়িটিকে শহীদ সাদুঘির সাংস্কৃতিক বাড়ি বলা হয়।ইয়াজদে অবস্থিত জার্চ কানাত স্বাতন্ত্র্যের পুরস্কার বিভাগে ইরানের হয়ে আরেকটি পুরস্কার জিতেছে।ইরানে ৩ হাজার বছর আগে প্রাক-ইসলামি যুগে গড়ে ওঠা জার্চ কানাত বিশ্বের প্রাচীনতম স্থাপনা। জার্চ  কানাত মূলত ইয়াজদের জার্চ শহরের জীবনদানকারী ধমনী। এই কানাতই জনগণ ও কৃষকদের মরুভূমি-গুরুত্বপূর্ণ জল সরবরাহ করে এলাকাটিকে বাসযোগ্য করে তুলেছিল।আফগানিস্তান, চীন, ভারত, ইরান, নেপাল এবং থাইল্যান্ডসহ ৬টি দেশের ১৩টি প্রকল্প এই বছরের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আন্তর্জাতিক জুরি পুরস্কারের জন্য স্বীকৃত হয়েছে।  সূত্র: মেহর নিউজ।