বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউনেস্কোর মর্যাদা লাভ করল রেশম বয়ন ঐতিহ্য

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৮, ২০২২ 

news-image

ইউনেস্কোর মর্যাদা পেল বোনার কাজের জন্য রেশম চাষ এবং ঐতিহ্যগত রেশম উৎপাদন। ইরান, আফগানিস্তান, আজারবাইজান, তুরস্ক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের জন্য যৌথভাবে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ইনটেনজিবল কালচারাল হেরিটেজ কমিটির ১৭তম অধিবেশনে শিলালিপিটি অনুমোদন পায়।বয়নের জন্য রেশম চাষ ও রেশমের ঐতিহ্যগত উৎপাদনে কৃষকরা তাদের জীবনচক্র ব্যয় করে। রেশম কীটদের যত্ন নেয়া, তুঁত গাছ বড় করা আবার তুঁত গাছের পাতার উপর কৃমি খাওয়ানো এবং রেশম পোকার ডিম উৎপাদন এই প্রত্রিয়া নিয়েই এই জীবনচক্র গড়ে উঠেছে।ইউনেস্কো উল্লেখ করেছে, তন্তুগুলো কোকুন থেকে বের করে রেশমের সুতোয় কাটা হয়, পরিষ্কার করা হয় এবং রং করা হয়। তারপর থ্রেডগুলি কাপড়, কার্পেট, রাগ এবং পর্দাসহ বিভিন্ন ধরনের নৈপুণ্যের পণ্য তৈরি করতে ব্যবহৃত হয়।সিল্ক পণ্যগুলি সামাজিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হয় এবং লোকেরা বিশেষ অনুষ্ঠান, যেমন: বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং পারিবারিক সমাবেশের জন্য এটা ব্যবহার করে।

সূত্র: তেহরান টাইমস।