ইউনেসকো স্বীকৃত সোলতানিয়ে গম্বুজে পুনরুদ্ধার কার্যক্রম শুরু
পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২১

ইরানের জাঞ্জান প্রদেশে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের সোলতানিয়েহ গম্বুজে তিনটি পুনরুদ্ধার কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার মাধ্যমে ইউনেসকো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থাপনাটিকে ফিরিয়ে আনা হবে আগের রূপে।
মঙ্গলবার প্রাদেশিক পর্যটন প্রধান আমির আরজমান্দ বলেন, শহরের কঠিন আবহাওয়া পরিস্থিতির কারণে মধ্য শরত থেকে শীতকালের শেষ নাগাদ ঐতিহাসিক স্থাপনাটিতে কর্মশালাগুলো স্থগিত ছিল। এসময় পুনরুদ্ধার কর্মীরা গম্বুজের অস্থায়ী ইউনিটে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করেন।
তিনি বলেন, পুনরুদ্ধার কার্যক্রমের আওতায় টাইলস, পাথর, ইট, প্লাস্টার এবং গম্বুজের অন্যান্য সজ্জা মেরামত করা হয়। পুনরুদ্ধারকর্মী ও বিশেষজ্ঞরা আগ্রহী ব্যক্তিদের এসব বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন। সূত্র: তেহরান টাইমস।