ইউনেসকো স্বীকৃত ইরানের ইয়াজদে গড়ে তোলা হচ্ছে শিশু পর্যটন
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/3486664.jpg)
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ইরানের ঐতিহাসিক মরুদ্যান শহর ইয়াজদে গড়ে তোলা হচ্ছে শিশু পর্যটন। ইয়াজদ প্রদেশের এই রাজধানী শহরকে শিশু পর্যটনের একটি শীর্ষ গন্তব্যে পরিণত করতে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। হাতে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা।
ইয়াজ প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প অধিদপ্তরের শিশু বিষয়ক পর্যটন কমিটির প্রধান মরিয়ম নাবিজাদেহ ঘোষণা বলেছেন, ইয়াজদে শিশুদের পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রাদেশিক নির্বাহী ও বেসরকারি বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশগ্রহণে এই খাতটি জোরদারকরণের কাজ চলছে। শনিবার আইএসএনএ এই খবর দিয়েছে।
শিশু-কিশোর পর্যটন নিয়ে সক্রিয়ভাবে কাজ করা কয়েকটি এনজিও’র প্রতিনিধিদের সাথে বৈঠককালে মরিয়ম এই মন্তব্য করেন। বৃহস্পতিবার ইয়াজদ পৌরসভায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ নির্মাতা। সেকারণে দৈনন্দিন জীবন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিষয়টা অধিকতর সতর্কতা ও গুরুত্বের সাথে নেয়া উচিত। ইয়াজদকে দেশের শিশু পর্যটনের রাজধানী হিসেবে বিবেচনা করা হতে পারে এবং এই ধরনের পর্যটন অর্থনৈতিকভাবে প্রদেশের অনকূলে ভূমিকা রাখবে। বহু অবকাঠামো গড়ে উঠবে, আকর্ষণ তৈরি হবে। সূত্র: তেহরান টাইমস।