ইউনেসকোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইরানের ৫০টি নিদর্শন
পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০২০
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে ইরানের ৫০টি ঐতিহাসিক স্থান ও নিদর্শন। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোহাম্মাদ হাসান তালেবিয়ান সেমনান প্রদেশের শাহরুদের বাস্তাম সিটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন পদির্শনকালে এই তথ্য জানান।
মঙ্গলবার ঐতিহাসিক স্থান ও স্মৃতিস্তম্ভের মূল্য তুলে ধরে তিনি বলেন, এসব স্থান ও নিদর্শন দেশের পর্যটন শিল্প উন্নয়নের ভিত্তি।
তালেবিয়ানের তথ্য মতে, ইরানের সম্ভাব্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় যেসব সম্পত্তি রয়েছে তার মধ্যে রয়েছে বাস্তাম ও খারাকান। সেই সাথে তালিকায় আরো রয়েছে ইরানি পান্থনিবাস বা সরাইখানা। এসব স্থান ও নিদর্শনের অনেকগুলো সেমনান প্রদেশে অবস্থিত। বাস্তাম ও খারাকানের মধ্যে শেখ বায়জিদ বোস্তামির কমপ্লেক্স রয়েছে।
ইউনেসকোর সম্ভাব্য তালিকায় থাকা ইরানি স্থানগুলোর মধ্যে ২৫টি পান্থনিবাস রয়েছে। শ খানেক পান্থনিবাস থেকে এগুলো বাছাই করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।