ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের নিবন্ধন তালিকায় দশম ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২০

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের নিবন্ধন তালিকায় সর্বোচ্চ সংখ্যক ঐতিহাসিক নিদর্শন ও স্থান থাকার দিক দিয়ে দশম স্থানে রয়েছে ইরান।
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প, ও পর্যটন সংস্থার বিশ্ব ঐতিহ্য বিষয়ক দপ্তরের পরিচালক ফারহাদ আজিজি বলেন, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঐতিহাসিক নিদর্শন ও স্থান থাকার সংখ্যার দিক দিয়ে ইরান দশম স্থানে রয়েছে। দেশের পর্যটনের উন্নয়নে এই অবস্থানের অগ্রগতিকরণ খুবই কার্যকর হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের ইসলামি বিপ্লবের আগে দেশটিতে ইউনেসকোর তালিকাভুক্ত মাত্র তিনটি স্মৃতিস্তম্ভ ছিল। এগুলো হলো পারসেপোলিস, নাকশ-ই জাহান স্কয়ার ও চোঘাজানবিল। কিন্তু আজকে ঐতিহাসিক এসব স্থানের এই সংখ্যা বেড়ে ২৪টিতে দাঁড়িয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।