ইউনিসেফের বর্ষসেরা ছবির সম্মাননা পেল যে দুই ইরানি আলোকচিত্র
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3638281-1.jpg)
ইরানের দুই আলোকচিত্রী ইরফান কুচারি ও হামেদ মালেকপুরের তোলা ছবি জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফের বর্ষসেরা ছবির সম্মাননা লাভ করেছে।
২০০০ সাল থেকে প্রতিবছর ‘ফটো অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার মাধ্যমে সেরা ছবিগুলোকে পুরস্কৃত করে আসছে ইউনিসেফ জার্মানি। সারা পৃথিবী থেকেই শিশুদের অবস্থা চিত্রিতকারী ছবি আহ্বান করা হয়। ছবি নির্বাচনে গুরুত্ব দেওয়া হয় শিশুদের সংবাদ।
ইরানি ওই দুই আলোকচিত্রশিল্পী ইরানের তাসনিম সংবাদ সংস্থায় কর্মরত রয়েছেন। এরমধ্যে কুচারি তার তোলা ছবি ‘করোনা- এ পিস অব ফ্রিডোম অন দ্যা রুফটপ’ এর জন্য সম্মাননা লাভ করেন। আর মালেকপুর সম্মাননা পান ‘ওয়ান হার্ট, টু লিভস’ শীর্ষক ছবির জন্য।
কুচারির তোলা ছবিতে করোনা মহামারির মধ্যে শিশুরা তাদের ঘর থেকে বেরিয়ে এসে ছাদে কিভাবে খেলোধুলা করে সময় কাটাচ্ছে, ছাদে তাঁবু টানছে কিংবা বাগান তৈরি করছে- সেই চিত্র তুলে ধরা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।