শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউক্রেনের বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইরানি শিল্পীদের গান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২০ 

news-image

গত মাসে ইরানে ভূলক্রমে ভূপাতিত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে একটি গান পরিবেশন করেছেন ইরানের একদল সংগীত শিল্পী। গানটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।

‘‘রিকুইয়েম ফর ইউআইএ ফ্লাইট ৭৫২’’ শীর্ষক গানটির সুরকার মায়েসত্রো লোরিস তিজেকনাভোরিয়ান। তেহরানের রাদ নো-আনদিশ আর্ট অ্যান্ড কালচারাল ইন্সটিটিউটে এটি রেকর্ড করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে তিজেকনাভোরিয়ান বলেন, এই ট্রাজেডি থেকে আমি গভীরভাবে আক্রান্ত হয়েছি। তাই সংগীতের মাধ্যমে আমি আমার বেদনাকে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।

ইরানি কবি ও শিল্প বিশেষজ্ঞ ইয়ারতা ইয়ারান প্রকল্পটিতে শেখ সাদির কবিতার পঙক্তি পাঠ করে সহযোগিতা করেছেন।

৮ জানুয়ারি ইউক্রেনের এয়ারলাইন্সটিকে তেহরানের ইমাম খোমেইনী বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভূপাতিত করা হয়। এতে বিমানটিতে থাকা ১৬৭ জন যাত্রী ও ৯ জন ক্রুর সকলেই প্রাণ হারান। সূত্র: তেহরান টাইমস।