ইউক্রেনের চলচ্চিত্র উৎসবে ইরানের ‘ডাচ’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০১৯
ইউক্রেনে অনুষ্ঠিতব্য দশম ডিতিয়াতকো ইন্টারন্যাশনাল চিলড্রেনস’ মিডিয়া ফেস্টিভালে প্রতিযোগিতা করবে ইরানের ফিচার ছবি ‘ডাচ’। ছবিটি পরিচালনা করেছেনে নির্মাতা আমির মাশহাদি আব্বাস। এনিয়ে দ্বিতীয় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ফিচারটি। ইউক্রেনের চলচ্চিত্র উৎসবের এবারের দশম আসর খারকিভে ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
‘ডাচ’ ছবিটি আন্তর্জাতিক এই শিশু চলচ্চিত্র উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে অংশ নেবে। চলচ্চিত্রটি জার্মানি, বেলারুশ, সিঙ্গাপুর, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, রাশিয়া, ইউক্রেন, ফিনল্যান্ড এবং উজবেকিস্তান থেকে অংশ নেওয়া ১৫টি ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যায়।
ছবিটি গোলামরেজা নামের দশ বছরের এক বালকের কাহিনী নিয়ে এগিয়েছে। যে তার পুরোনো বাইসাইকেল বিক্রি করে নতুন একটি কেনার জন্য অর্থ খোঁজে। অর্থের সন্ধানের মাঝেই সে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব পায়। প্রতিযোগিতায় জিততে পারলে তাকে পর্যাপ্ত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিযোগিতার বিষয় হলো- গ্রামের একজন অশিক্ষিত ব্যক্তিকে লেখা ও পড়া শেখাতে হবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি।