ইইউ’র পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানের ইরান সফর
পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৬

সিরিয়া সংকট ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ায় চলমান সংকট নিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার মোগেরিনি তেহরান পৌঁছান।
আলোচ্য সূচির অংশ হিসেবে তিনি শনিবার দিনের প্রথমভাগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেন। তেহরান এবং ইইউ’র মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়। সিরিয়ার শান্তি প্রক্রিয়ায় ইইউ’র ‘গঠনমূলক’ভূমিকার প্রশংসা করে সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন জাওয়াদ জারিফ।
শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সিরিয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ত্রিপক্ষীয় বৈঠকের পর মোগেরিনি তেহরান সফর করছেন। সূত্র: পার্সটুডে