ইংলিশ ওপেনে জয় দিয়ে শুরু ইরানি স্নুকারের
পোস্ট হয়েছে: অক্টোবর ১৪, ২০২০

২০২০ ইংলিশ ওপেনে জয় দিয়ে শুভ সূচনা করলেন ইরানের তুখোড় স্নুকার খেলোয়াড় হোসেইন ভাফায়েই। তিনি জার্মানির প্রতিদ্বন্দ্বী লুকাস ক্লেকারসকে ৪-০ পেয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ডে এগিয়ে গেলেন।
পেশাদার স্নুকার টুর্নামেন্টটি ইংল্যান্ডের মিল্টন কিনেসের মারশাল অ্যারেনায় ১২ অক্টোবর শুরু হয়েছে, ইভেন্ট চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
ভাফায়েই আগামী রিউন্ডে ইংলিশ পেশাদার স্নুকার খেলোয়াড় উইসবেচের জোয়ে পেরির মুখোমুখি হবেন।
প্রতিযোগিতায় আরেক ইরানি খেলোয়াড় সোহেল ভেহেদি অংশ নিয়েছেন। তবে তিনি লেইচেস্টারের ইংলিশ স্নুকার খেলোয়াড় জোয়ে ও’কন্নোরের কাছে পরাজিত হয়ে ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন।
এবারের ইংলিশ ওপেনে ১২৩জন পেশাদার ও ৫জন অপেশাদার খেলোয়াড় অংশ নিয়েছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।