মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আড়াই শতাধিক ফারসি রেডিও টিভির টার্গেটে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০১৮ 

news-image

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র ভাইস চেয়ারম্যান আলি দারাবি বলেছেন, দেশের বাইরে থেকে আড়াই শতাধিক ফারসি ভাষার টিভি ও রেডিও স্টেশন সেদেশের ইসলামি সরকারকে টার্গেট করছে।

গোলেস্তান প্রদেশে একটি ডিজিটাল রেডিও সেটশনের উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন দারাবি। মঙ্গলবার এ খবর দিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি।

আইআরআইবি’র ভাইস চেয়ারম্যান বলেন, বিদেশি মিডিয়ার হুমকি ও মনগড়া খবরের মোকাবেলায় ইসলামি মূল্যবোধের প্রচারণাই ইরানের জাতীয় রেডিও ও টিভি সংস্থা আইআরআইবির লক্ষ্য।

দারাবি আরও বলেন, ভার্চুয়াল বিশ্ব থেকেও ইরানের প্রতি হুমকি আসছে। আড়াই শতাধিক ফারসি ভাষার টিভি ও রেডিও স্টেশন ইরানের ইসলামি প্রতিষ্ঠানগুলোকে টার্গেটে পরিণত করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।