শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আস্তানা ইন্ডোর মিটে ব্রোঞ্জ জিতেছেন ইরানের ফাসিহি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৪ 

news-image
ইরানের ক্রীড়াবিদ ফারজানে ফাসিহি শনিবার আমিন তুয়াকভ পুরস্কারের লড়াইয়ে আস্তানা ইন্ডোর মিটে ব্রোঞ্জ পদক জিতেছেন।তিনি নারীদের ৬০ মিটারে ৭ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। তেহরান টাইমস এই খবর জানিয়েছে।
বাহামিয়ান স্প্রিন্টার অ্যান্থনিক স্ট্রাচান ৭ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এবং পোল্যান্ডের ম্যাগডালেনা স্টেফানোভিক্স ৭ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন।
কাজাকস্তানের আস্তানায় কাজাকস্তান অ্যাথলেটিক্স স্পোর্টস কমপ্লেক্সে আমিন তুয়াকভ পুরস্কার ২০২৪-এর জন্য আস্তানা ইন্ডোর মিট অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ