আসিয়ান দেশগুলোতে ইরানের রফতানি ৫০ শতাংশ বৃদ্ধি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২১

ইরানের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন জানিয়েছে, গত ফারসি বছরের শুরু থেকে এ পর্যন্ত আসিয়ান দেশগুলোতে ইরানের রফতানি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্গানাইজেশনের কর্মকর্তা মোহসেন রেজায়িপোর জানান গত ৫ মাসে ইরান আসিয়ানের ১০টি দেশে রফতানি বৃদ্ধি করায় আয় দাঁড়িয়েছে ১.০৭ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রফতানি হয়েছে থাইল্যান্ডে। দেশটি থেকে রফতানি আয় হয়েছে ২৬৬.৩ মিলিয়ন ডলার। থাইল্যান্ডে গত বছরের চেয়ে এ বছর ইরানের রফতানি বৃদ্ধি পেয়েছে ৮৮ শতাংশ। ইস্পাত, লৌহ, বিটুমিন ও ভ্যাসলিন রফতানি বেড়েছে থাইল্যান্ডে। এরপরেই ইন্দোনেশিয়ায় দ্বিতীয় বৃহত্তম রফতানি করেছে ইরান। ইন্দোনেশিয়ায় ইরানের রফতানি অর্থমূল্যে দাঁড়িয়েছে ২২৭ মিলিয়ন ডলার। পণ্যের পরিমান ওজনে ৩ লাখ ৫২ হাজার টন। গত বছরের তুলনায় ইন্দোনেশিয়ায় ইরানের রফতানি বেড়েছে ২৯ শতাংশ। ইরানের অন্যান্য রফতানি পণ্যের মধ্যে রয়েছে আখ, পাম ওয়েল, সয়াবিন, খাদ্যপণ্য, চাল, গৃহস্থালি পণ্য ও সেল ফোন। ১২৮টি দেশে ইরান পণ্য রফতানি করে। ইরান প্রেস