রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আশুরা ট্র্যাজেডি নিয়ে দশ দিনব্যাপী সিনেমা প্রদর্শনী শুরু

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২২ 

news-image

মহররমের শোক অনুষ্ঠান এবং আশুরার ট্র্যাজেডি নিয়ে তৈরি বিভিন্ন সিনেমার প্রদর্শনী শুরু করেছে ইরানের চলচ্চিত্র জাদুঘর। আশুরা উপলক্ষে সিনেমা প্রদর্শনীর এই প্রোগ্রামটি শনিবার থেকে শুরু হয়েছে।মুহাররম মাসের প্রথম দশ দিনে দেখানোর জন্য দশটি চলচ্চিত্র বেছে নেওয়া হয়েছে। এই সময়ে শিয়া মুসলমানরা কারবালায় ৬৮০ খ্রিস্টাব্দে শাহাদাতবরণকারী ইমাম হুসাইন (আ.) এবং তাঁর সঙ্গীদের শ্রদ্ধাভরে স্মরণ করে।সিনেমা প্রদর্শনী অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। শাহরাম আসাদির ১৯৯৫ সালের চলচ্চিত্র ‘দ্য ফেটফুল ডে’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। সূত্র: তেহরান টাইমস।