বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আশুরা উপলক্ষে ১ লক্ষ ৪২ হাজার বিদেশী জিয়ারতকারীর করবালায় প্রবেশ

পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০১৬ 

news-image

পবিত্র আশুরার শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লক্ষ ৪২ হাজার ইমাম হোসেন (আ.) এর ভক্ত কারবালায় প্রবেশে করেছেন। ইরাকের সীমান্ত পরিচালক সামি সুদানি সোমবার এ তথ্য জানিয়েছেন। স্থল, নৌ ও আকাশ পথে এসব জিয়ারতকারী কারবালায় পৌঁছেন।

সামি সুদানি বলেন, জিয়ারতকারীর সংখ্যা আরও বাড়বে।কেননা এখনও অনেক জিয়ারতকারী ইমাম হুসাইন (আ.) এর  শাহাদাতের শোকানুষ্ঠান  পালনের জন্য ইরাক অভিমুখে রয়েছেন।

সূত্র জানায়, সীমান্তগুলোতে এখনও বহু মানুষ ইরাকে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। কারবালায় উপস্থিত হয়ে ইমাম হুসাইনের জন্য আজাদারি পালন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। সূত্র: ইকনা