শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আল-কুদস মুক্ত করতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০১৬ 

news-image
আল-কুদস মুক্ত করতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আল-কুদ্স কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আল-কুদ্স কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা এ আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, যায়নবাদী ইসরাইল মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস দীর্ঘদিন যাবত জবর দখল করে আছে। এখানে মুসলমানেরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারছে না। এই মসজিদ পুনরুদ্ধারের লক্ষে প্রতিবছর রমযানের শেষ শুক্রবার পালিত হয় আন্তর্জাতিক আল কুদ্স দিবস। এ বছর ১ জুলাই শুক্রবার পালিত হবে এ দিবসটি।
 
এ দিবসসহ সবসময় মজলুম ফিলিস্তিনীদের পক্ষে কাজ করার জন্য মিডিয়া কর্মীদের প্রতি আহবান জনান আল কুদস কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন আল-কুদ্স কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহ কাউছার মুস্তফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রিন্সিপাল শওকাত হোসেনসাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আবদুল মুনিম খানযুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জুলফিকার আলীপ্রচার সম্পাদক এস এম সাখাওয়াত হুসাইন,দপ্তর সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ।
আগামী ১ জুলাই ২৫ রমযান শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মিলনায়তনে ইহুদীবাদী ষড়যন্ত্র ও মুসলিম বিশ্বের অনৈক্য আল-কুদস মুক্তির অন্তরায়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।এতে বাংলাদেশ সরকারের সাবেক আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।