মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আল্লাহ চিরঞ্জীব

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০১৮ 

 

‘তুমি তাঁর ওপর নির্ভর কর যিনি চিরঞ্জীব, যাঁর মৃত্যু নেই।’ (সূরা কুরকান, আয়াত নং ৫৮)
আল্লাহও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবেন?
যদি একটি ফুল গাছে পানি না দেওয়া হয়, তা হলে আস্তে আস্তে তা শুকিয়ে যায়, পাপড়িগুলো আস্তে আস্তে ঝরে পড়ে এবং শেষ পর্যন্ত ফুলগাছটি মারা যায়।
যখন একটি মোমবাতি জ্বলতে থাকে, আস্তে আস্তে তা গলে যায় এবং এক পর্যায়ে নিভে গিয়ে তার জীবন শেষ হয়ে যায়।
যখন একটি কবুতরের গায়ে তীর বিঁধে তখন তার দেহ থেকে রক্ত ঝরতে থাকে এবং এক পর্যায়ে কবুতরটির মৃত্যু হয়।
যখন একজন মানুষের কঠিন কোন রোগ হয় এবং তার চিকিৎসায় ডাক্তারদের চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন এক সময় তার মৃত্যু হয়।
এ উদাহরণগুলোর প্রতি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তুমি সহজেই বুঝতে পারবে যে, মৃত্যুর কারণ হলো শুকিয়ে যাওয়া, রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়া, আহত ও জখম হওয়া ইত্যাদি। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এগুলোর কোনোটিরই অর্থ হয় না যে আমরা বলব, তিনিও মৃত্যুবরণ করবেন।
আল্লাহ একটি ফুলগাছের মতো নন যে, পানির দরকার হবে। আর পানি দেওয়া না হলে শুকিয়ে মারা যাবেন।
আল্লাহ একটি মোমবাতির মতো নন যে, জ্বলতে জ্বলতে তার অস্তিত্ব ফুরিয়ে আসবে এবং এক সময় নিঃশেষ হয়ে যাবেন।
আল্লাহ একটি কবুতরের মতো নন যে, জখম হবেন এবং সে কারণে মারা যাবেন।
তদ্রƒপ আল্লাহ একজন মানুষের মতো নন যে, পীড়াগ্রস্ত হয়ে পড়বেন এবং সে পীড়ার কারণে মৃত্যুবরণ করবেন।
আল্লাহ হলেন অভাবমুক্ত, শক্তিশালী, চিরস্থায়ী, ক্ষয়ক্ষতি ও আঘাতমুক্ত এক চিরন্তন অস্তিত্ব। এ কারণে তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। পবিত্র কুরআন আল্লাহ সম্পর্কে বলে : ‘তুমি তাঁর ওপর নির্ভর কর যিনি চিরঞ্জীব, যাঁর মৃত্যু নেই।’
ইরানের দু’জন বিখ্যাত কবি খজাভি কেরমানি এবং নিজামিও আল্লাহকে চিরঞ্জীব বলে পরিচয় তুলে ধরেছেন। খজাভি কেরমানি আল্লাহ সম্পর্কে বলেছেন : ‘যিনি কখনো মরেন নি এবং মরবেন না তিনিই তো আল্লাহ।’ আর নিজামিও এরূপ বলেছেন : ‘যিনি কখনো মরেন নি এবং মরবেন না, তো তুমিই।’
আল্লাহ হলেন এমন চিরস্থায়ী যে কালের ঘটনাবলি তাঁর কোনো ক্ষতি করতে পারে না। তিনি এমন শক্তিশালী যে মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। বিশ্বজগৎ আল্লাহর ক্ষমতাবলেই প্রতিষ্ঠিত রয়েছে। তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব।