শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আলরোসা কাপে দুই ইরানি কুস্তিগীরের মেডেল লাভ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০১৯ 

news-image

রাশিয়ায় অনুষ্ঠিত আলরোসা কাপের এবারের টুর্নামেন্টে অংশ নিয়ে দুটি মেডেল লাভ করেছেন ইরানের দুই কুস্তিগীর। আলরোসা কাপ ‘মস্কো গ্র্যান্ড প্রিক্স’ নামেও পরিচিত।

মেডেলজয়ী দুই কুস্তিগীর হলেন আহমাদ বাজরি ও মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদিয়ান। তারা দুজনই ফ্রিস্টাইল বিভাগের।

মস্কোতে ২৯ থেকে ৩০ নভেম্বর ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান উভয় বিভাগে এই কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮৬ কেজিতে মেডেল জয়ে করেন আহমাদ বাজরি। অন্যদিকে, মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদিয়ান মেডেল জিতেন ৯৭ কেজিতে।

বাজরি ফাইনাল বাউটে রুশ প্রতিপক্ষ ম্যাগোমেদ এলডারোভিচের কাছে পরাজিত হন। ঘরে তোলেন রুপার মেডেল। অন্যদিকে, মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদিয়ান স্বাগতিক রাশিয়ার আনজোর উরিশেভের কাছে পরাজিত হয়ে লাভ করেন ব্রোঞ্জ মেডেল।

ইভেন্টের ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান উভয় বিভাগে একটি ছাড়া সবগুলো স্বর্ণ পদক লাভ করেন রুশ অ্যাথলেটরা। ফ্রিস্টাইলের ৬৫ কেজিতে একটি মাত্র স্বর্ণপদক লাভ করেন আজারবাইজানের হাজি আলিয়েভ। সূত্র: মেহর নিউজ এজিন্স।