আলরোসা কাপে অংশ নিচ্ছে দুই ইরানি কুস্তিগীর
পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৯

রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ গ্র্যান্ড প্রিক্স মস্কো আলরোসা কাপ। এতে অংশ নিচ্ছে ইরানের জাতীয় কুস্তি দল। গ্র্যান্ড প্রিক্সের এবারের আসরে ইরানের প্রতিনিধিত্ব করবে দেশটির দুই ফ্রিস্টাইল কুস্তিগীর।
মস্কোতে ২৯ থেকে ৩০ নভেম্বর ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান উভয় বিভাগে এই কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দুই বিভাগের প্রতিটিতে অলিম্পিক গেমসের ন্যায় ওজন-শ্রেণি থাকবে। গ্র্যান্ড প্রিক্স মস্কো আলরোসা কাপে অংশ নিতে যাওয়া ইরানি দুই কুস্তিগীর হলেন আহমাদ বাহরি ও মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদিয়ান। তারা দুজনেই ফ্রিস্টাইল বিভাগে
যথাক্রমে ৮৬ কেজি ও ৯৭ কেজি ওজন-শ্রেণিতে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। ইরানের জাতীয় কুস্তি দলের কোচ হিসেবে তাদের সাথে থাকছেন কোচ গোলাম রেজা মোহাম্মাদি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।