বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আর্চারি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইরানি তীরন্দাজ পারিসা

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৭ 

news-image

২০১৭ আর্চারি ওয়ার্ল্ড কাপের ফাইনালে জায়গা করে নিলেন ইরানি নারী তীরন্দাজ পারিসা বারাতচি। আন্তর্জাতিক ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের ২০১৭ ওয়ার্ল্ড কাপের চার ধাপের সবকটি সাফল্যের সঙ্গে পাড়ি দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি ইতালিতে অনুষ্ঠিতব্য ২০১৭ হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

আন্তর্জাতিক ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলেটদের অর্জিত পয়েন্ট তালিকা প্রকাশ করেছে। টুর্নামেন্টের প্রত্যেক বিভাগের সেরা সাতজনকে ফাইনাল কাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতালির রাজধানী রোমের স্টেডিও ডেই মার্মিতে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছেন ইরানের পারিসা বারাতচি। কম্পাউন্ড ক্যাটাগরিতে ষষ্ঠতম অবস্থান অর্জন করে সম্মানজক ফাইনালে উঠে এসেছেন তিনি।

ফাইনাল ম্যাচে পারিসা ডেনমার্কের সারাহ সোন্নিচসেন, কলোম্বিয়ার সারা লপেজ, বেলজিয়ামের সারাহ প্রিয়েলস, স্পেনের অ্যান্দ্রিউ মারকোস ও তুরস্কের ইয়েসিম বোস্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র: মেহের নিউজ।