বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আরো ৪০ হাজার হেক্টর জমিতে ওষুধি গাছের চাষ করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০২২ 

news-image

চলতি ইরানি বছরে (২১ মার্চ থেকে যা শুরু হয়েছে) ওষুধি গাছ চাষের জন্য জমির পরিমাণ ৪০,৫০০ হেক্টর বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ইরানের কৃষি মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি রবিবার এই খবর দিয়েছে।কৃষি মন্ত্রণালয়ের চাষাবাদ প্রকল্পের ব্যবস্থাপক হোসেন জেইনালি বলেন, ‘প্রকল্পের আওতায় প্রধান প্রধান ওষুধি গাছ হচ্ছে জাফরান, দামেস্ক গোলাপ, জিরা, ক্যারাওয়ে, লিকোরিস, শ্যালট, মালো, মেহেদি, থাইম, মৌরি ফুল, ধনে এবং হপস।জেইনালি বলেন, গাছগুলি দেশীয় চাহিদা পূরণ করে থাকে এবং ভেষজগুলোর গুণমান এবং উৎপাদনশীলতা উন্নত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ফলে পণ্যের অতিরিক্ত মূল্য বাড়বে।পরিসংখ্যান মতে, সারা বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষ ওষুধি গাছ এবং ভেষজ ওষুধ সেবন করে। সূত্র: তেহরান টাইমস।