আরো ৩ লাখ বিদেশি শিক্ষার্থী ভর্তি হবে ইরানে
পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২২

আসন্ন শিক্ষাবর্ষে (২৩ সেপ্টেম্বর থেকে যা শুরু হবে) প্রায় ৩ লাখ নতুন বিদেশি শিক্ষার্থী ইরানের স্কুলে ভর্তি হবে। দেশটির শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি সোমবার এই তথ্য জানান। তিনি বলেছেন, বর্তমানে ৫ লাখ ৬০ হাজার বিদেশি শিক্ষার্থী সারা দেশের স্কুলগুলিতে পড়াশোনা করছে।
ইরান বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার জন্য প্রতি বছর প্রায় ২০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৭৭ মিলিয়ন ডলার) ব্যয় করে। ইউসুফ নুরি বলেন, নতুন ক্লাস তৈরি করা উচিত। কিন্তু ঋণ ও সম্পত্তির সীমাবদ্ধতার কারণে দ্রুত এবং উপযুক্ত সময়ে শহরের উপকণ্ঠগুলোতে ক্লাস বাড়ানো সম্ভব নয়। দেশব্যাপী স্কুলগুলোতে ১৬ মিলিয়ন শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস