আরো ৩টি কৃত্রিম উপগ্রহ নির্মাণ করবে ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০১৯
ইরান খুব শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে আরও তিনটি কৃত্রিম উপগ্রহ নির্মাণ করবে। আগামী তিন মাসের মধ্যে এসব স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইরানের তথ্য প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মোর্তজা বারারি।
তিনি দক্ষিণ ইরানের আহওয়াজে এক অনুষ্ঠানে আরও বলেন, নির্মাণ কাজ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এসব কৃত্রিম উপগ্রহ হস্তান্তর করা হবে এবং তারা সেগুলো মহাকাশে পাঠাবে।
এছাড়া ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র এর আগে জানিয়েছে, ইরানি বিশেষজ্ঞরা একটি কৃত্রিম উপগ্রহ তৈরির কাজ পুরোপুরি শেষ করেছে। এটি এখন মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া আরও দু’টি কৃত্রিম উপগ্রহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ইরান ২০০৯ সালে উমিদ বা আশা নামের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায়। ইরানের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে উমিদ। এর বাইরে ২০১০ সালে প্রাণীবাহী মহাকাশযান মহাকাশে পাঠায় তেহরান। এ মহাকাশযান পাঠানোর জন্য কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া, ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। এটি উঁচুমানের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাচ্ছে। পারস টুডে