শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আরমেনিয়ায় ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতল ইরানি চলচ্চিত্র ‘মিটিং’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০১৮ 

news-image

আরমেনিয়ায় গ্র্যান্ড প্রিক্স (সর্বোচ্চ পুরস্কার) জিতেছে ইরানি প্রামাণ্যচিত্র ‘মিটিং’। চলচ্চিত্রকার রেজা মাজলেসি পরিচালিত ছবিটি অ্যাপরিকোট ট্রি উজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই সর্বোচ্চ পুরস্কার লাভ করে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়।

‘মিটিং’ ছবিটির প্রকৃত নাম ‘পিশাশো’। ৩০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটিতে কঠোর পরিশ্রম করা পল্লী অঞ্চলের এক বৃদ্ধ নারীর দৈনন্দিন জীবনের কঠিন জীবন সংগ্রামকে ফুটে তোলা হয়েছে। সেই সাথে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানকে ঘিরে তার গ্রামে যে রীতি রয়েছে তা তুলে ধরা হয়েছে।

অ্যাপরিকোট ট্রি উজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নৃতাত্ত্বিক প্রামাণ্যচিত্রসমূহকে পুরস্কার দেওয়া হয়। যেসব ছবিতে বিভিন্ন নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরা হয়।

উৎসবের এবারের চতুর্থ আসর আরমেনিয়ার রাজধানী জেরেভান শহর ও উজান গ্রামে ৫ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবে ‘দ্যা রক’ নামে ইরানের আরেকটি ছবি দেখানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন হামিদ জাফরি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।