আরবাইন গ্রিনবেল্টের কাজ শুরু
পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০১৬
ইরান থেকে আরবাইন’এ যোগ দিতে এসে ইমাম হোসাইন (আ.)-এর ভক্তরা যাতে ধূলিঝড়ের কবলে না পড়ে সেজন্যে ইরাকের কারবালা শহরের নিকটবর্তী ইরানের ইলাম প্রদেশে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।সীমান্ত এলাকার ১৫ কিলোমিটার জুড়ে ওই বৃক্ষরোপণ অভিযানে এমন সব ফলের গাছ লাগানো হচ্ছে যা খরাসহিষ্ণু ও কম পানির প্রয়োজন হয়। এ প্রকল্পের নাম দেয়া হয়েছে আরবাইন গ্রিনবেল্ট। প্রকল্প সম্পর্কে ইরাকের পরিবেশ বিভাগের প্রধান মাসোমেহ এবতেকার বলেন, প্রতি বছর আরবাইনে যে লাখ লাখ মানুষ আসেন তারা এধরনের গ্রিনবেল্টে শুধু সবুজের ছায়া পাবেন তা নয় একই সঙ্গে পর্যটকদের জন্যে আকর্ষণীয় এলাকা হিসেবে গড়ে তুলতে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এ প্রকল্পে বৃক্ষরোপণ হয়ে যাওয়ার পর পরিচর্যার দিকে বিশেষ খেয়াল রাখা হবে। আরবাইন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইভেন্ট হয়ে ওঠায় এবং এধরনের শোকযাত্রায় লাখ লাখ মানুষের অংশগ্রহণের ফলে তাদের সুবিধার দিকে খেয়াল রেখে বিভিন্ন ব্যবস্থা নেবে ইরাক।
প্রতিবছর ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের ৪০তম দিন বা চেহলাম উপলক্ষে লাখ লাখ মানুষ কারবালায় উপস্থিত হন।
সূত্র: তেহরান টাইমস