আরবাইনের জন্য ইরাকে ৪শ মেডিকেল কর্মী পাঠাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১

হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর চেহলামে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইরাকে ৪শ দক্ষ চিকিৎসক ও নার্স পাঠাবে ইরান। আরবাইন মেডিকেল অপারেটর ব্যবস্থাপক তাহের দোরুদি এই তথ্য জানিয়েছেন।
আরবাইন হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী আশুরার ৪০ দিন পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরবাইন উপলক্ষে ঐতিহাসিক কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর মাজারে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের ভীড় জমে। শোক অনুষ্ঠানে দেশি-বিদেশি লাখো মানুষের সমাগম ঘটে। করোনাভাইরাস মহামারির কারণে এবছর ৩০ হাজার ইরানিকে আরবাইনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।