আরদেবিলে চালু হচ্ছে প্রত্নতত্ত্ব জাদুঘর
পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২১
ইরানের আরদেবিল প্রদেশের প্রাচীন শহর মেশকিনশাহরে নিকট ভবিষ্যতে একটি প্রত্নতত্ত্ব জাদুঘর উদ্বোধন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ২০ বিলিয়ন রিয়াল (প্রায় ৪ লাখ ৭৬ হাজার মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছে। রোববার প্রাদেশিক পর্যটন প্রধান নাদের ফাল্লাহি এই তথ্য জানিয়েছেন।
ইরানি এই কর্মকর্তা জানান, বর্তমানে নির্মাণাধীন জাদুঘরটি ১ হাজার ৬৫০ বর্গমিটার জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও জানান, শহর এবং শহরের উপকণ্ঠে প্রত্নতাত্ত্বিক অভিযানে এ পর্যন্ত অসংখ্য প্রাচীন বস্তু আবিষ্কার হয়েছে। জাদুঘরটিতে এসব বস্তু প্রদর্শন করা হবে।
উল্লেখ্য মেশকিনশাহরে কালে খোহনেহ (প্রাচীন দূর্গ), প্রাচীন শাহর-ই ইয়েরি ও কাহকাহেহ দুর্গ সহ কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে। সূত্র: তেহরান টাইমস।